বোলপুর-শ্রীনিকেতন: কুলবুনির আদিবাসীদের জমি রক্ষার দাবিতে শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ
কংকালীতলা পঞ্চায়েতের কুলবুনি গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভিযোগ তাদের গ্রাম সংলগ্ন এলাকায় বেশ কিছু বর্গা জমি রয়েছে। সেগুলি তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। কিন্তু এখন জমির মালিকরা স্থানীয় জমি মাফিয়া দের সাহায্য নিয়ে আদিবাসীদের চাষাবাদ করার জমি গুলি উচ্ছেদ করে ফেলার চেষ্টা করছে। এই দাবি তুলে আজ ২৭ শে সেপ্টেম্বর শনিবার আনুমানিক দুপুর ২ টো নাগাদ শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ দেখান আদিবাসী সমাজের মানুষরা। তাদের দাবি আদি আদিবাসীদের অধিকার