পাড়া: সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাই পরিবহনে দুর্ভোগ! সাঁওতালডি থানার সিং বস্তিতে স্থানীয়দের পথ অবরোধ
Para, Purulia | Oct 19, 2025 সাঁওতালডি থানার অন্তর্গত সিং বস্তি এলাকায় স্থানীয়দের পথ অবরোধ। রবিবার দুপুর বারোটা নাগাদ সিং বস্তি ও ১ নং গেট সংলগ্ন এলাকার বাসিন্দারা দাবি জানায় সাঁওতালডি তাপবিদ্যুৎ কেন্দ্রের থেকে ছাই পরিবহনের গাড়ি গুলি যেন সকাল আটটা থেকে রাত নটা পর্যন্ত না চলে ও ১ নং গেট থেকে সিং বস্তি কালী মন্দির পর্যন্ত রাস্তায় প্রতিদিন জলের ছিটে দেবার। অবরোধের কারণে সাময়িক যানজটের সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ এসে জল দেওয়ার