বর্ধমান ১: ভাতার থানার ঊষা গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় অজানা বিষধর সাপের কামড়ে মৃত্যু হল মহিলার
ভাতার থানার ঊষা গ্রামে বাড়ির উঠানে কাজ করার সময় অজানা বিষধর সাপের কামড়ে মৃত্যু হল মহিলার। মৃত মহিলার নাম সুমিত্রা ঘোষ(৪৫) গতকাল সন্ধ্যায় বাড়ির উঠানে কাজ করার সময় তিনি দেখতে পান কালো রঙের একটি সাপ তাকে কামড়ে পালায়। সাপটিকে আর দেখা যায়নি সঙ্গে সঙ্গে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় এবং তিনি বমি করতে থাকে। সাপে কাটার কথা জানতে পেরে তাকে ভাতার হাসপাতাল নিয়ে গেলে সেখানকার চিকিৎসকের bmch রেফার করলে তাকে Bmch নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন