বিশালগড়: বিশালগড় কাজারিয়া কমিউনিটি হলে সিপাহীজলা জেলা পর্যায়ের যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
বৃহস্পতিবার সকালে বিশালগড় কাজারিয়া কমিউনিটি হলে সিপাহীজলা জেলা পর্যায়ের যোগা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সামাজিক ব্যক্তিত্ব কাজল সরকার সহ অন্যান্যরা।