কোচবিহার ১: পরম্পরা মেনে সম্পূর্ণ হল মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরের মা দুর্গার বিসর্জন
পরম্পরা মেনে বৃহস্পতিবার দশমীর বিকেল ৪ঃ০০ ঘটিকায় মদনমোহন বাড়ির কাঠামিঞা মন্দির থেকে মা দুর্গার মূর্তি বের করে কাধে করে তোর্সা নদীতে নিয়ে যাওয়ার প্রথা রয়েছে। সেই প্রথমে এদিনও মদনমোহন বাড়ি থেকে কাঠামিয়া মন্দিরের দুর্গা ঠাকুর কে নিয়ে যাওয়া হয় তোরসা নদীতে সেখানে নৌকায় করে মাকে ঘোরানো হয়। এবং ঠিক গোধূলি লগ্ন যখন সূর্য ডোবার মুহূর্ত সেই সময় নদীতে মায়ের বিসর্জন দেওয়া হয়।। যেহেতু একটি কাঠামের উপর দীর্ঘ কয়েক বছর ধরে এই পুজো হয়ে আসছে সেই কারণেই মন্