কল্যাণী: কল্যাণী এবং গয়েশপুরের একাধিক প্রতিমা নিরঞ্জন করা হল বিসর্জন ঘাটে, কড়া পুলিশি নিরাপত্তা
Kalyani, Nadia | Oct 2, 2025 দশমি মানেই বিষাদের সুর, মায়ের যাওয়ার পালা, বিজয় দশমীর এই বেদনাকে সঙ্গে করেই বৃহস্পতিবার কল্যাণীর কল্যাণী এবং গয়েশপুর পৌরসভার বিভিন্ন এলাকায় বিভিন্ন পুজো মণ্ডপে সকাল থেকেই সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্তরা। বিকেল থেকেই প্রতিবাদ নিরঞ্জনের পালা শুরু হয়। কল্যাণী এবং গয়সপুরের বিভিন্ন এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা বার করা হয় বিসর্জনের। বিসর্জন ঘাট গুলিতে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। কল্যাণী পৌরসভার বিসর্জন ঘাটে কল্যাণীর একাধিক দুর্গা প্রতিমা নিরঞ্জন করা হয়।