বর্ধমান ১: শ্রী গুরু তেজবাহাদুর জির সাড়ে তিনশো বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরকীর্তন জাগৃতি যাত্রা উপস্থিত হল নবাবহাট গুরুদুয়ারায়
শিখ ধর্মের পক্ষ থেকে বিশাল আকারে শোভাযাত্রা গোটা ভারতবর্ষ জুড়ে পূর্ব বর্ধমান জেলা হয়ে শুভযাত্রাটি ৫ টি রাজ্য পরিক্রমা করবে বলে জানা গেছে আর সেই দৃশ্য দেখতে রবিবার দুপুর দুটোয় ভিড় করেছে শহর বর্ধমানের মানুষজন। জানা যায় শ্রীগুরু তেজ বাহাদুর জির সাড়ে তিনশো বছরের নগর কীর্তন জাগৃতি যাত্রা ৫টি রাজ্য জুড়ে কয়েক হাজার কিলোমিটার এই যাত্রা হবে। কয়েকশো চার চাকা গাড়ি অত্যাধুনিক মানের বাস সঙ্গে অস্ত্রশস্ত্র নিয়ে এই যাত্রাটি হয়। এই যাত্রাটি শুরু হয় পাটনা থেকে