শান্তিপুর: সবুজ পল্লীতে আমবাগানের ভিতর থেকে কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার,আত্মহত্যা না দুর্ঘটনা জানতে দেহ ময়নাতদন্তে পাঠালো পুলিশ
Santipur, Nadia | Sep 26, 2025 আম বাগানের ভিতর থেকে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য শান্তিপুর থানার ফুলিয়া সবুজ পল্লী এলাকায়। সূত্রের খবর, শান্তিপুর থানার ফুলিয়া সবুজ পল্লী এলাকার বাসিন্দা বছর 12 এক নাবালিকার ঝুলন্ত দেহ শুক্রবার দুপুরে স্থানীয় একটি আম বাগানে দেখতে পায় পরিবারের লোকেরা। পরে ঘটনার বিষয়ে ফুলিয়া ফাঁড়িতে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃত কিশোরীর পরিবারর দাবি,গাছে উঠতে পারদর্শী ওই কিশোরী প্রায়শই ওই বাগানে একা একাই আসত।