আমতা ২: খালনায় আসন্ন লক্ষ্মীপূজো উপলক্ষে প্রশাসনিক সমন্বয় বৈঠক উপস্থিত বিধায়ক
Amta 2, Howrah | Sep 14, 2025 হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খালনা এলাকায় আসন্ন লক্ষীপূজো উপলক্ষে খালনা এলাকার লক্ষ্মী পুজো কমিটির কর্মকর্তাদের নিয়ে প্রশাসনিক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হলো। রবিবার আনুমানিক সাতটা নাগাদ প্রশাসনিক সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল এ ছাড়া উপস্থিত ছিলেন খালনা এলাকার লক্ষ্মী পূজা কমিটির কর্মকর্তারা