আলিপুরদুয়ার ২: হারিয়ে যাওয়া সোনার গহনা সহ টাকা ফেরত পেয়ে হাসি ফুটলো পানিয়ালগুড়ির গৃহবধূর
সোনার গহনা সহ টাকার ব্যাগ ফিরে পেল শামুকতলা থানার মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত এলাকার গৃহবধূ শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ এমনটাই জানিয়েছেন শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক। গত শুক্রবার দুপুরে বারোবিশা যাওয়ার পথে গৃহবধূ লিপিকা বিশ্ব শর্মা মহাকাল চৌপথী এলাকায় তার সোনার গহনা সহ টাকার ব্যাগ হারিয়ে ফেলে। কয়া খাতা বর্মন কলোনি এলাকার বাসিন্দা রাকেশ বর্মন সোনার গহনা সমেত টাকা ভর্তি ব্যাগ মহাকাল চৌপথি এলাকায় পেয়ে পুলিশের কাছে জমা দেয়।