শ্রীরামপুর-উত্তরপাড়া: হুগলির বৈদ্যবাটিতে কল্পতরু কালচারাল অর্গানাইজেশনের শ্রী শ্রী জগদ্ধাত্রী মাতার আরাধনায় খুঁটি পূজা
কল্পতরু কালচারাল অর্গানাইজেশনের শ্রী শ্রী জগধাত্রী মাতার আরাধনায় খুঁটি পূজা। রবিবার হুগলির বৈদ্যবাটি পৌরসভা এলাকার রাজার বাগানে এই পূজা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপদানি বিধানসভার বিধায়ক তথা শ্রীরামপুর হুগলী সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামলেন্দু মুখার্জি সহ সংগঠনের সদস্যরা।