খোয়াই: জাম্বুরা গোরক্ষনাথ মন্দিরের উদ্যোগে খোয়াই শহরে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়
Khowai, Khowai | Oct 2, 2025 জাম্বুরা গোরক্ষনাথ মন্দিরে শারদীয়া দুর্গা উৎসবের আয়োজন করা হয়েছে। এই দুর্গা উৎসবে আজ বিজয়া দশমী। বিজয়া দশমী উপলক্ষে দুর্গা প্রতিমা নিয়ে খোয়াই শহরে এক শোভাযাত্রা বের হয় জাম্বুরা গোরক্ষনাথ মন্দির থেকে। খোয়াই শহর পরিক্রমা করে দশমী ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।