মাদারিহাট: মাদারিহাটে হাতির আক্রমণে মৃত মা ও শিশুর দেহ বৃহস্পতিবার ময়নাতদন্তে পাঠাল পুলিশ
বুধবার রাত পৌনে ১২ টা নাগাদ মাদারিহাটের মধ্য খয়েরবাড়িতে হাতির আক্রমণে মৃত্যু হয় মা ও মেয়ের। ওই দু'জন খাড়িয়াপাড়ার বাসিন্দা। মায়ের নাম সোনাই মুন্ডা। দেড় বছর বয়সী শিশুকন্যার নাম লক্ষ্মী মুন্ডা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় ধৌচি খেলা হচ্ছিল। খেলা দেখতে জড়ো হন লোকজন। ওই সময় একটি হাতি হানা দেয়। বাকিরা পালালেও হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় মা মেয়ের। ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। প্রসঙ্গত বুধবার সন্ধ্যায় মধ্য ছেকামারিতে হাতির আক্