মেদিনীপুর: মেদিনীপুরে নতুন জেলাশাসক বিজিন কৃষ্ণাকে সম্বর্ধনা জানালো জেলা বিজেপি
মেদিনীপুরে নতুন জেলাশাসক হিসেবে সদ্য জয়েন করেছেন বিজিন কৃষ্ণা ias, আজ বৃহস্পতিবার নাগাদ নতুন জেলা শাসক কে সম্বর্ধনা জানালো জেলা বিজেপি। এদিন সন্ধ্যা প্রায় সাড়ে ছটা নাগাদ মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে পুষ্প স্তবক দিয়ে জেলাশাসককে সম্বর্ধনা জানায় জেলা বিজেপি। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সহসভাপতি ডক্টর শঙ্কর কুমার গুছাইত সহ অন্যান্য নেতৃত্বরা।