কোচবিহার ১: ফাঁসিরঘাটে ছট পূজার প্রস্তুতি ঘুরে দেখলেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ
শনিবার দুপুর সাড়ে তিনটা নাগাদ কোচবিহার ফাঁসির ঘাটে আয়োজিত ছট পূজার পরিস্থিতি ঘুরে দেখলেন পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ কাউন্সিলর শুভ্রাংশু সাহা সহ আধিকারিকরা। মূলত ছট পূজা পৌরসভার পক্ষ থেকে তিন খানে আয়োজন করা হয়ে থাকে তার মধ্যে সবথেকে বড় ও বহু লোক আসে ফাঁসির ঘাটে। এবছর উত্তরবঙ্গে ভয়াবহ বন্যার কারণে তোর্সার জল বেড়ে গিয়েছিল।