তমলুক: কোলাঘাট ব্রিজে প্রাইভেট গাড়ির সঙ্গে বাইকের ভয়ংকর সংঘর্ষ মৃত্যু ১ মহিলা আহত ১,মৃত মহিলার ময়নাতদন্ত হল তমলুক হসপিটালে
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্রিজে গতকাল অষ্টমীরাতে একটি বাইকের সঙ্গে একটি প্রাইভেট কারের ভয়ংকর সংঘর্ষ হয় এই সংঘর্ষে বাইকের পিছনে বসে থাকা মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়, গুরুতর জখম হয় বাইক আরোহী, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ ,আহত বাইকআরোহীসহ মৃত মহিলাকে তমলুক হসপিটালে পাঠানো হয় যদিও তাদের পরিচয়পাওয়া যায়নি |মৃত মহিলার ময়নাতদন্ত করা হলো তমলুক হসপিটালে |