সামশেরগঞ্জ: উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সামশেরগঞ্জে হাসপাতাল পরিদর্শনে রাজ্য ও জেলার স্বাস্থ্যকর্তারা
সরকারি স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন ও নাগরিকদের উন্নত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে অনুপনগর হাসপাতাল ও পুঠিমারী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করলেন রাজ্য ও জেলার স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। বৃহস্পতিবারের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডা. স্বপন সরেন, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা. সন্দীপ সান্যাল, কান্দি ACMOH ডা. সৌমিক দাস, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামসহ একাধিক স্বাস্থ্য আধিকারিক।