শীতের দিনে রাজপথে দাড়িয়ে পাবলিকের গলায় টুপি পড়াতে দেখা গেল পুলিশকে। ট্রাফিক পুলিশের টেরিফিক এই কাজ দেখতে ভিড় জমে গেল জি টি রোডে। পুলিশের দেওয়া টুপি পড়ে অনেকেই জানিয়েছেন এই উদ্যোগ খুব ভাল,চায়না মাঞ্জার সুতো থেকে আমরা রক্ষা পাবো। তবে ট্রাফিক ও সি চিন্ময় ব্যানার্জি নিজে দাঁড়িয়ে থেকে পাব্লিককের গলায় এই টুপি পড়বার আবেদন জানাচ্ছেন।তবে এই টুপি গলাতেই পড়তে হয়। এর পোশাকি নাম -নেক শিল্ড।