পাথরপ্রতিমা: পূর্ব ঢোলা বাবুপাড়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় সিরাতুন নবী ও দোওয়ার মজলিস ঢোলাহাট থানার পূর্ব ঢোলা বাবু পাড়ায়
দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার পূর্ব ঢোলা বাবুপাড়া গ্রামবাসীবৃন্দের পরিচালনায় পূর্ব ঢোলা বাবুপাড়া পাড়ায় আজ অর্থাৎ ৮ নভেম্বর বাদ আসর থেকে প্রথমে শুরু হয় গজল প্রতিযোগিতা, পরে শুরু হয় কেরাত প্রতিযোগিতা, তারপর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, রাত ৮টা থেকে শুরু হয় দোওয়ার মজলিস, আশপাশের এলাকা থেকে প্রচুর মানুষ সেই দোওয়ার মজলিসে উপস্থিত ছিলেন,