রাজ্যজুড়েই SIR এর ঘোষণা করেছে নির্বাচন কমিশন, আগামী কয়েক দিনেই শুরু হবে SIR। মূলত BLO রা এই SIR করবেন। যাতে কোনো যোগ্য ভোটার ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই সেই উদ্দেশ্যেই কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে আজ BLA 2দের প্রশিক্ষণ দেওয়া হল। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি সহ অন্যান্য নেতৃত্ব।