বিনপুর ১: খাবারের সন্ধানে রাঙ্গামেটা এলাকায় দাপিয়ে বেড়াল ২ টি হাতি
অব্যাহত হাতির তান্ডব, ঝাড়গ্রাম জেলার একাধিক এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দলমার দাঁতাল হাতির দল। বুধবার রাত্রি আনুমানিক ৯টা নাগাদ বিনপুর ১ ব্লকের লালগড় রেঞ্জের রাঙ্গামেটা এলাকায় প্রবেশ করে দুটি দাঁতাল হাতি। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার ধান চাষের জমির উপর দিয়ে হেঁটে পেরিয়ে যাওয়ার কারনে ক্ষতিগ্রস্ত হয় প্রায় ১ কাঠা জমির ধান গাছ।