কুমারগ্রাম: কামাখ্যাগুড়ি রেলস্টেশনে অমৃত ভারত প্রকল্পের কাজ পরিদর্শনে NF রেলের জেনারেল ম্যানেজার
কামাখ্যাগুড়িতে রেলের আরওবি তৈরির দাবি দীর্ঘদিনের। সেই দাবি সম্পর্কে বুধবার সুখবর শোনালেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব। এদিন জেনারেল ম্যানেজার কামাখ্যাগুড়ি রেলস্টেশন পরিদর্শন করেন। স্টেশন পরিদর্শনের পর জেনারেল ম্যানেজার বলেন, 'কামাখ্যাগুড়িতে রেলের আরওবি তৈরির কাজ আগামী বছরের জানুয়ারি মাসে শুরু হবে।' এদিন জেনারেল ম্যানেজারের এই ঘোষণার পর আশার আলো দেখছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।