শান্তিরবাজার: জোলাইবাড়ী SHG কনফারেন্স হলে ওয়েল ইন্ডিয়া লিমিটেড ও স্কিল ডেভলপমেন্ট দপ্তরের যৌথ উদ্যোগে রাবার প্রশিক্ষণ শিবির
১৬ ই সেপ্টেম্বর বেলা ১টা নাগাত জোলাইবাড়ী আর ডি ব্লকের SHG কনফারেন্স হলে ওয়েল ইন্ডিয়া লিমিটেড ও স্কিল ডেভলপমেন্ট দপ্তরের যৌথ উদ্যোগে ১০ দিন ব্যাপী রাবার প্রশিক্ষণ শিবিরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ শিবির উদ্বোধন করেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান তাপস দত্ত, এবং এর পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার ADM , জোলাইবাড়ী আর ডি ব্লকের ভিডিও নবব্রত সরকার, জোলাইবাড়ী আর ডি ব্লকের বিএসি চেয়ারম্যান অশোক মগ, স্কিল ডেভেলপমেন্ট