বালি-জগাছা: পৌরসভার রিপিলস্ সুইমিং পুলের পক্ষ থেকে আন্ত পুল সাঁতার প্রতিযোগিতা কৈপুকুরে উপস্থিত রাজ্যের মন্ত্রী
হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের রিপিলস্ সুইমিং পুলের পক্ষ থেকে আন্ত পুল সাঁতার প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হলো রবিবার কৈপুকুর এলাকায়। রবিবার আনুমানিক ৭ঃ২০ নাগাদ আন্ত পুল সাঁতার প্রতিযোগিতা ২০২৫ এর সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্ধার পালন বিভাগের মন্ত্রী অরূপ রায় মহাশয় এ ছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা