মুরারই ২: পাইকর বাজার পাড়ায় একটি সোনার দোকানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে বাবা বিশ্বকর্মা ঠাকুরের বিশেষ পুজোপাঠ চলছে
আজ ১৭ই সেপ্টেম্বর বুধবার আনুমানিক সকালে দিক থেকে।বীরভূম জেলার মুরারই ২ ব্লকের অন্তগত পাইকর 1 অঞ্চলের।পাইকর বাজার পাড়ায় একটি সোনার দোকানে বিশ্বকর্মা পুজো উপলক্ষে। বাবা বিশ্বকর্মা ঠাকুরের বিশেষ পুজোপাঠ শুরু হয়েছে।সেই চিত্র উঠে আসলো আমাদের পাবলিক অ্যাপের ক্যামেরায়।