চাপড়া থানার নতুন আই সি - কে সোমবার পুষ্পস্তবক দিয়ে ও মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দিলেন বিধায়ক, চাপড়া থানার নতুন আইসি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন পার্থ প্রতিম রায়। তিনি কালিম্পং -এর পেডং -এ সার্কেল ইন্সপেক্টর পদে পোস্টিং ছিলেন। এর আগেও তিনি চাপড়া থানার দায়িত্ব সামলেছেন। তিনি ধুবুলিয়া থানাতেও ওসি হিসেবে ছিলেন। কৃষ্ণনগর পুলিশ জেলার সাথে তাঁর পুরানো সম্পর্ক। তিনি খুবই দক্ষ অফিসার বলেই জানা যায়। জানা যায় চাপড়া থানার পূর্ববর্তী আইসি অনিন্দ্য মুখার্জী কে সিআ