রতুয়া ১: মূল বাধ ভেঙে যাওয়ার পর পশ্চিম রতনপুরের রিং বাঁধের অনেকটা অংশ এখন প্রবল জনস্রোতে নিশ্চিহ্ন
Ratua 1, Maldah | Sep 16, 2025 বাঁধ ভেঙে যাওয়ার পর পশ্চিম রতনপুরের রিং বাঁধের অনেকটা অংশ প্রবল জলশ্রুতে নিশ্চিহ্ন হয়ে গেল। প্রবল জলশ্রোতের মধ্য দিয়ে জল ডুকছে গোটা ভূতনিতে। মানুষের মধ্যে তীব্র আতঙ্ক পরিস্থিতি রয়েছে। গতকালই মূল বাঁধ ভেঙে প্রায় ১০০ মিটার নিশ্চিহ্ন হয়ে গেছে। তারপর থেকে অনবরত জল ঢুকছে গোটা ভূতনি জুড়ে। বিস্তীর্ণ এলাকা মানুষের চরম বিপদ সৃষ্টি হয়েছে। তবে প্রবল জন স্রোত থাকার কারণে বাম্বু পাইলিং করে যে রিং বাঁধ তৈরি করা হয়েছিল অনেকটা অংশ এখন নিশ্চিহ্ন।