বালুরঘাট: কাঠামো পূজায় সূচনা হলো বোল্লা কালীপুজোর, ভক্তদের ভিড়ে মুখরিত মন্দির প্রাঙ্গণ
প্রতিবছরের মতো এ বছরও রাস পূর্ণিমার পরের শুক্রবার বালুরঘাট ব্লকের ঐতিহ্যবাহী বোল্লা কালীমায়ের পুজো অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে শুক্রবার, ৩ অক্টোবর বেলা প্রায় এগারোটার সময় কাঠামো পূজার মধ্য দিয়েই শুরু হলো এবারের বোল্লা কালীপুজোর শুভ সূচনা। এদিন সকাল থেকেই ভক্তদের ঢল নামে বোল্লা কালীমন্দির প্রাঙ্গণে। পবিত্র মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে পুকুর থেকে মায়ের কাঠামো তুলে আনা হয়। এরপরে নিয়মমাফিক পূজা-অর্চনা সম্পন্ন করে মূর্তি গড়ার কাজ শুরু হয়।