খয়রাশোল: মানবিকতার দৃষ্টান্ত কাঁকরতলা থানায়, দুস্থ প্রতিবন্ধী যুবকের মাথায় নিরাপত্তার হেলমেট পরাল পুলিশ
খয়রাশোল ব্লকের কাঁকরতলা থানায় শনিবার এক মানবিক উদ্যোগ নেওয়া হয়। ভাদুলিয়া গ্রামের দুস্থ প্রতিবন্ধী যুবক বিশ্বজিৎ ঘোষকে একটি হেলমেট প্রদান করা হয়। কিছুদিন আগে রসা ফুটবল মাঠ এলাকায় ব্যাটারি চালিত গাড়িতে চলাচলের সময় ঠান্ডা ও ধুলোর মধ্যে তাঁকে দেখে কাঁকরতলা থানার ওসি মোহাম্মদ সাকিব তাঁর খোঁজ নেন। পরে ১০ই জানুয়ারি তাঁকে থানায় ডেকে দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশীষ হালদারের উপস্থিতিতে নিরাপত্তার স্বার্থে হেলমেট তুলে দেওয়া হয়।