কুমারগ্রাম: কুমারগ্রামের ডাঙ্গি ইয়ং সোসাইটি ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন হল, উপস্থিত রাজ্যসভার সাংসদ
শনিবার কুমারগ্রামের ডাঙ্গি ইয়ং সোসাইটি ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক। এদিন ফিতে কেটে পুজোর উদ্বোধন করেন সাংসদ। সাংসদ ছাড়াও এলাকার বিশিষ্টজনেরা ওই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন। এদিন ডাঙ্গি ইয়ং সোসাইটি ক্লাবের পক্ষ থেকে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক সহ অন্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। দুর্গোৎসবের সাফল্য কামনা করে এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন রাজ্যসভার সাংসদ প্রকাশ চিকবড়াইক।