বর্ধমান ১: বর্ধমানের তেজগঞ্জ এলাকায় অবস্থিত বিদ্যাসুন্দর কালীবাড়ি,মায়ের অলৌকিক কাহিনী শুনলে গায়ে কাঁটা দেবে আপনারও
বর্ধমানের রাজা এই মন্দিরে মাঝে মাঝে পুজো দিতে আসতেন। শোনা যায়,রাজা তেজচাঁদের আমলে দামোদরের তীরবর্তী তেজগঞ্জ ছিল ঘন জঙ্গলে ঘেরা। ডাকাতের অত্যাচারে কেউ যাতায়াত করতে পারত না এই এলাকা দিয়ে। যারা অন্যায় অত্যাচার করত রাজা তাদের এই মন্দিরে নিয়ে এসে নরবলি দিতেন দেবীর সামনে। আগে এই কালী মন্দিরের নাম ছিল 'দক্ষিণ মশানী' কালী। সেই সময় মন্দিরের পূজারী ছিলেন 'সুন্দর'।এই মন্দিরে রাজকন্যা 'বিদ্যা'-র হাতে গাঁথা মালা প্রতিদিন নিয়ে যেতেন মালিনী মাসি।