মথুরাপুর ২: ডিসেম্বরের শুরুতেই নদীপথে পিকনিকের আনন্দে মেতেছেন কোম্পানিরঠেক এলাকার কয়েকটি যুবক
প্রত্যেক বছর ২৫শে ডিসেম্বর থেকে পিকনিকের আনন্দে মেতে ওঠেন আপামর জনসাধারণ আর তার আগেই আজ অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকেই পিকনিকের আনন্দেই মেতেছেন মথুরাপুর দুই নম্বর ব্লকের কোম্পানিরঠেক এলাকার কয়েকটি যুবক জানা যায় ওই যুবকরা নগেন্দ্রপুর অঞ্চলের পূর্ব শ্রীধরপুর থেকে রওনা দিয়েছে বালিয়াড়া দ্বীপে আর সেই ছবি উঠে এলো আজ অর্থাৎ সোমবার বিকেল তিনটে নাগাদ পাবলিক অ্যাপের ক্যামেরাতে।