রাজারহাট: ২২ জেলায় ২,২০০-র বেশি বুথে ‘মৃত ভোটার’ নেই—রাজ্য নির্বাচন কমিশনের এনুমারেশন ফর্মে চাঞ্চল্যকর তথ্য
রাজ্য নির্বাচন কমিশনের এনুমারেশন ফর্ম যাচাইয়ের পর উঠে এসেছে বিস্ময়কর তথ্য। সোমবার সন্ধ্যে ছটা নাগাদ কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ২২টি জেলায় মোট ২,২০৮টি বুথে একজনও মৃত ভোটারের নাম খুঁজে পাওয়া যায়নি। ফলে প্রশ্ন উঠছে—২০০২ সাল থেকে ২০২৫ পর্যন্ত এই বুথগুলিতে কি সত্যিই কেউ মারা যাননি? নাকি মারা গেলেও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েনি?