বরাবাজার: সংখ্যালঘু সেলের জেলা সভাপতি কে রঘুনাথপুরের সংবর্ধিত করে বরাবাজার থেকে প্রতিক্রিয়া জানালেন বরাবাজার ব্লক কমিটির সভাপতি
রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি রদবদলের তালিকা সম্প্রতি প্রকাশিত হয়েছে। সংগঠনের পুরুলিয়া জেলা সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়েছেন সাদ্দাম হোসেন আনসারি। বুধবার বরাবাজার ব্লক তৃণমূল সংখ্যালঘু সেলের নেতাকর্মীরা রঘুনাথপুরে গিয়ে তাঁকে সম্বর্ধিত করে। সেখান থেকে ফিরে এসে বরাবাজার থেকে সেই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন তৃণমূল সংখ্যালঘু্ সেলের বরাবাজার ব্লক কমিটির সভাপতি আলিম আনসারী।