হাইলাকান্দি: হাইলাকান্দিতে ধর্মীয় রীতিনীতি মেনে জেলা পরিষদ কার্য্যালয়ে বিশ্বকর্মা পূজায় ভক্তদের ঢল
হাইলাকান্দি জেলা পরিষদ কার্য্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হলো আজ বুধবার। এদিন জেলা পরিষদ প্রাঙ্গণে পূজার্চনা, আরতি ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকর্মা দেবতার পূজা বিকেল ছয়টা নাগাদ অব্যাহত। জেলা পরিষদের CEO-র তত্ত্বাবধানে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মীরা এবং স্থানীয় বিশিষ্টজনেরা একত্রিত হয়ে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে বিশ্বকর্মা দেবতার উদ্দেশ্যে পূজা অর্চনা হয়।