বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের উন্নয়নমূলক কাজ ও জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে আরও স্পষ্টভাবে তুলে ধরতে জেলাজুড়ে প্রচার কর্মসূচি জোরদার হয়েছে। তারই অঙ্গ হিসেবে সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলা বাস পরিবহন তৃণমূল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ঝাড়গ্রাম শহরে অনুষ্ঠিত হল “উন্নয়ন পাঁচালি” মিছিল ও পথসভা। বাংলার ১৫ বছরের উন্নয়নযাত্রা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে ঝাড়গ্রাম শহরের একাধিক জায়গায় এই কর্মসূচির আয়োজন করা হয়।