সামশেরগঞ্জ: মাদক রুটে কড়া আঘাত! সামশেরগঞ্জের দুই কেজি হেরোইন সহগ্রেপ্তার দুই
সামশেরগঞ্জ থানার ডাকবাংলা এলাকা থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে থানার আইসির নেতৃত্বে বিশেষ অভিযান চালায় সামশেরগঞ্জ থানার পুলিশ। সেই অভিযানেই ধরা পড়ে দুই মাদক পাচারকারীরা। বুধবার দুপুরে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম। দু’জনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। অভিযান চলাকালীন তাঁদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় দুই কেজি হেরোইন, যার বাজারমূল্য আনুমানিক ৬০ লক্ষ টাকা।