হলদিবাড়ি: বিড়িবান্ধা মোড়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত তিন; দুজনের অবস্থা আশংকাজনক
বিড়িবান্ধা মোড়ে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, আহত তিন। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে উচলপুকুরি গ্রাম পঞ্চায়েত এলাকার বিড়িবান্ধা মোরে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে এদিন তিন যুবক উচলপুকুরি থেকে রানীরহাট যাচ্ছিলো। এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যায়। একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও। দুজনের অবস্থা আশংকাজনক। দুজনেই এখনো সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। আহতদের নাম যানা জায়নি।