কালনা ২: আটকেটিয়া গ্রামে শিবের মাথায় জল ঢাললেন আটকেটিয়া গোপালদাসপুর গ্রামের ২ শতাধিক মানুষ
পয়লা বৈশাখ উপলক্ষ্যে বৈদ্যপুর পঞ্চায়েতের আটকেটিয়া গ্রামে শিবের মাথায় জল ঢাললেন আটকেটিয়া গোপালদাসপুর গ্রামের ২ শতাধিক মানুষ। কালনা থেকে গঙ্গা স্নান করে বাঁকে করে জল নিয়ে এসে শিবের মাথায় ঢাললেন তাঁরা। উদ্যোক্তা সৈকত পূজারী বলেন, জল ঢালার জন্য আগত ভক্তদের হাতে ঠাণ্ডা পানীয় ও জল তুলে দেওয়া হয়েছে।