আমতা ২: ডিভিসির ছাড়া জলে আমতার বিভিন্ন নদীর জলস্তর বেড়ে গেছে বিভিন্ন নদীর জলস্তর খতিয়ে দেখলেন বিধায়ক
Amta 2, Howrah | Oct 4, 2025 ডিভিসি অতিরিক্ত পরিমাণে জল ছাড়ার ফলে আমতা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিস্তীর্ণ এলাকায় নদীর জলস্তর বেড়ে গেছে. শনিবার আনুমানিক দুপুর তিনটে নাগাদ আমতা কেন্দ্রের বিধায়ক সুকান্ত পাল মহাশয় আমতা বিধানসভা অন্তর্গত বেশ কয়েকটি নদীর জলস্তর কতটা পরিমাণ বেড়েছে তা সরজমিনে খতিয়ে দেখলেন এবং বিভিন্ন লক গেট গুলির পরিস্থিতিও খতিয়ে দেখলেন