পুঞ্চা: কেন্দায় বেসরকারি স্কুলের ছাত্র মৃত্যুর ঘটনায় শোকাগ্রস্ত পরিবারের কাছে পৌঞ্ছালেন সাংসদ জ্যোর্তিরময় সিং মাহাতো
পুরুলিয়া জেলার মানবাজার বিধানসভার কেন্দা গ্রামের "রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা মন্দির" এর নবম শ্রেণীর আবাসিক ছাত্র শম্ভু কুম্ভকারের রহস্যজনক ভাবে মৃত্যু হয়।বুধবার বেলা ১.৩০ টা নাগাদ ওই শোকাগ্রস্থ পরিবারের সাথে দেখা করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিরময় সিং মাহাতো।সাথে ছিলো জেলা সেক্রেটারী ময়না মূর্মু সহ দলীয় কমীরা।