রতুয়া ১: মর্মান্তিক মৃত্যু বাহিরকাপ গ্রামের শ্রমিকের, পরিবারের সাথে দেখা করে সহযোগিতা প্রশাসনের
Ratua 1, Maldah | Oct 20, 2025 ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে রতুয়ার বাহিরকা গ্রামের পরিযায়ী শ্রমিক পিয়ারুল হকের। বহুতল ভাঙ্গার কাজ করতে গিয়ে পড়ে তার মৃত্যু হয়। মৃত শ্রমিকের দেহ বাড়ি ফিরে আসছে। শ্রমিকের পরিবারের সাথে দেখা করতে এবং সরকারি সহযোগিতা প্রদান করতে পৌঁছে গেলেন রতুয়া এক ব্লকের বিডিও রাকেশ টপ্পো সহ প্রশাসনিক কর্তারা। প্রাথমিক পর্যায়ে যে ধরনের সহযোগিতা প্রদান করা যায় সেগুলি দেওয়ার সাথে। সরকারি আরো সহযোগিতা পায় সমস্ত ক্ষেত্রে পাশে থাকার বার্তা।