ঝালদা ১: বাগমুন্ডিতে বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ
বাগমুন্ডিতে বালি বোঝাই ট্রাক্টর আটক করল পুলিশ। শুক্রবার দুপুর তিনটা নাগাদ পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে বাগমুন্ডির বিদ্রি গ্রামের কাছে গাড়িটিকে আটক করা হয় বলে দাবি পুলিশের। তবে সেখান থেকে পালিয়েছে চালক। পুলিশের অভিযোগ বালি তুলে পাচার করা হচ্ছিল। যার ফলে গাড়িটিকে আটক করা হয়েছে। গাড়িটির মালিক এবং চালাকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে বলে দাবি পুলিশের।