গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের কয়েক ঘণ্টার মধ্যেই পরিবেশ রক্ষার জোরালো বার্তা দিতে পথে নামল জেলা প্রশাসন। শনিবার ভোরে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে গঙ্গাসাগরে আয়োজন করা হল ‘রান ফর গ্রিন’। লক্ষ্য একটাই—পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন ও প্লাস্টিকমুক্ত গঙ্গাসাগর মেলা গড়ে তোলা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দৌড় শুরু হয় কপিল পেট্রোল পাম্প এলাকা থেকে ।।