রানাঘাট ২: ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ, আড়ংঘাটা থেকে গ্রেফতার অভিযুক্ত
ফেসবুকে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করার অভিযোগ, আড়ংঘাটা থেকে গ্রেফতার অভিযুক্ত। সূত্রের খবর, ধানতলা থানার আড়ংঘাটা এলাকার বাসিন্দা এক যুবক গত কয়েকদিন আগে ফেসবুকে লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অসম্মানজনক কথা বলার পাশাপাশি গালিগালাজ করে। আর এর পরই এই বিষয় নিয়ে প্রতিবাদে সরব হন সাধারণ মানুষজন। ঘটনায় ধানতলা থানায় অভিযোগ দায়ের হলে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধানতলা পুলিশ।