মাথাভাঙা ২: টাপুরডাঙ্গা সংলগ্ন এলাকায় মানসাই নদী সংলগ্ন এলাকায় বাঁধে রেইনকাটের ঘটনায় চাঞ্চল্য
মাথাভাঙ্গা দুই নম্বর ব্লকের টাপুরডাঙ্গা সংলগ্ন এলাকায় মানসাই নদী সংলগ্ন এলাকায় বাঁধে রেইনকাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে সোমবার দুপুর দুটো তিরিশ নাগাদ।স্থানীয় বাসিন্দারা জানান গত কয়েকদিনের একটানা বৃষ্টির জের বাঁধে রেইনকাটের জের ধসে গিয়েছে।এমতাবস্থায় তারা বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন।এব্যাপারে ব্লকের বিডিও অর্ণব মুখোপাধ্যায় জানান বিষয়টি শুনেছি,বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই উপযুক্ত ব্যাবস্থাগ্রহণ করা হবে।