শালতোড়া: শালতোড়ায় তরুণ সংঘ,বন্ধুমহলের দূর্গোপূজোর শুভউদ্বোধন করলেন শালতোড়া ব্লকেরBDO ও পঞ্চায়েতসমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ
রবিবার আনুমানিক রাত্রি সাড়ে এগারোটার থেকে রাত্রি ১১ টা বেজে ৫০ মিনিট সময় এমন ই খবর জানা গেল বাঁকুড়ার শালতোড়ায় শালতোড়া তরুণ সংঘের দূর্গোপূজোর শুভউদ্বোধন করলেন শালতোড়া ব্লকেরBDO ও পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ এর পাশাপাশি শালতোড়া বন্ধু মহল, তিলুড়ি আঞ্চলিক দুর্গোৎসবের ও পাবড়ায় প্রগতিশীল ক্লাবের দূর্গোপূজোর শুভউদ্বোধন করলেন শালতোড়া ব্লকেরBDO সৌমাল্য ঘোষ ও পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সন্তোষ কুমার মন্ডল ।