ওন্দা: অষ্টমীর রাতে ওন্দা থানার রামসাগর এলাকার একটি ভাড়া বাড়ি থেকে যুগলের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Onda, Bankura | Oct 1, 2025 অষ্টমীর রাতে বাঁকুড়া জেলার একটি ভাড়া বাড়ি থেকে যুগলের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। অষ্টমীর রাতে বাঁকুড়ার ওন্দা থানার রামসাগরের তেলিবেড়িয়া রোডে ঘটলো অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা। এক ভাড়া বাড়ির ভিতর থেকে স্বামী-স্ত্রীর পচাগলা ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা পচা গন্ধে দিশেহারা হয়ে থানায় খবর দিলে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। ভাড়াটিয়া যুগলের নাম রাজেশ গোস্বামী বয় ৩০ ও রূপালি গোস্বামী বয়স ২৮