মন্দিরবাজার: আবার বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন, গাববেড়িয়া অঞ্চল থেকে বিজেপি ও আইএসএফ সদস্য সহ কর্মী সমর্থক তৃণমূলে
আবার বিরোধী শিবিরে বড়সড় ভাঙ্গন, আজ অর্থাৎ ১১ ই জুলাই বিকালে অমর একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা চলো র প্রস্তুতি সভা করা হয় মন্দিরবাজার ব্লকের গাববেরিয়া গ্রাম পঞ্চায়েতের সূর্য লোক কমপ্লেক্সে, সেই প্রস্তুতি সভায় বিজেপি ও আইএসএফ সদস্য সহ ৫০০ কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের যোগদান করেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্দির বাজারের বিধায়ক জয়দেব হালদার