রতুয়া ১: ভাঙ্গনে সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় মুলিরামটোলা ও শ্রীকান্তটোলা গ্রামের বাসিন্দারা, এখনো আতঙ্ক গ্রামবাসীর
Ratua 1, Maldah | Oct 18, 2025 এবছর নদী ভাঙ্গনে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে রতুয়ার মুলিরামটোলা ও শ্রীকান্তটোলা গ্রামের বাসিন্দারা। বহু বাড়িঘর নদী ভাঙ্গনের চোখের নিমেষের মধ্যে তলিয়ে গেছে। ভিটে মাটির সবকিছু হারিয়ে অস্তিত্ব হারা হয়েছে বহু পরিবার। গ্রামের মন্দিরগুলিও বিপন্ন হয়ে পড়েছে নদী ভাঙ্গনে। কিভাবে আগামী দিনগুলি কাটবে তা নিয়ে যখন চরম অনিশ্চয়তা গ্রামবাসীদের মধ্যে। বহু পরিবার এলাকা ছেড়ে অন্যত্র হয়ে গেছে। অবশিষ্ট হাতে করা কয়েকটি পরিবার রয়েছে তবুও ভাঙ্গনের আতঙ্ক নিয়ে বসবাস।